সরকারি বিধি মোতাবেক এবং জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ ইং অনুযায়ী দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, ডাক- দারিয়াপুর, উপজেলা- মুজিবনগর ও জেলা- মেহেরপুর এর জন্য সৃষ্ট পদে ০১জন "কম্পিউটার ল্যাব আপারেটর" (গ্রেড-১৬) ও ০১ জন "নিরাপত্তা কর্মী" (গ্রেড-২০) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ কৃষি ব্যাংক, দারিয়াপুর শাখা, মুজিবনগর, মেহেরপুর এর অনুকূলে ১,০০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে প্রধান শিক্ষক ব্ররাবর আবেদন করার জন্য অনুরোধ করা হ'ল। - বিশেষ দ্রষ্টব্য কম্পিউটার ল্যাব আপারেটর পদে পূর্বে যাদের আবেদন করা আছে তাদের আবেদন করার প্রয়োজন নাই।
প্রধান শিক্ষক দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়
মুজিবনগর, মেহেরপুর
মোবা: ০১৭২১৯৫৩০৬৬।