মেহেরপুরজেলাধীন মুজিবনগর উপজেলা অন্তর্গত বহু ইতিহাস ওইতিহাসের ধারক ও বাহকদারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিতএই বিদ্যালয়টিতে আমি ২২ তমপ্রধান শিক্ষক হিসেবে গত সেপ্টেম্বর ২০২০তে যোগদান করি। আমার উদ্যোগেঅন্যান্য শিক্ষকবৃন্দ এস এম সিএর সদস্যবৃন্দের আপ্রাণ চেষ্টায় ২০২১, ২০২২ সনের জেএসসিএসএসসি পরীক্ষার ফলাফল বিগত বছরের গুলোতুলনায় অনেক ভালো হয়েছে।আগামীতে পাশের হার জিপিএ প্রাপ্তশিক্ষার্থীর সংখ্যা যাতে বৃদ্ধি পায়সে লক্ষ্যে কাজ করে যাচ্ছিএবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি তাছাড়া ঝরেপড়া ও কমমেধা পূর্ণ শিক্ষার্থীদের বিদ্যালয়ের মুখী ও কারিগরিশিক্ষা প্রসার ঘটানোর জন্য অত্র বিদ্যালয়টিতে২০০০ সালে এসএসসি কারিগরিশিক্ষা চালু করা হয়।ফলে অত্র এলাকার এসএসসিকারিগরি পাস করা শিক্ষার্থীরাসরকারি চাকরিসহ শিল্প কলকারখানায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার সেবা জনগণের দ্বারপ্রান্তেপৌঁছে দেবার লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ডও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট চালুর উদ্যোগকে অভিনন্দন জানাই এবং উদ্যোক্তা ওউভয় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদজানাচ্ছি।