Dariapur Secondary School Students Teachers
প্রতিষ্ঠান সম্পর্কে

    About Institute

    Institute

    বাংলাদেশেরসর্বকনিষ্ঠ এবং দরবেশ মেহেরুল্লাএর নামাঙ্কিত জেলা ঐতিহাসিক মেহেরপুরস্বাধীনতার সূতিকাগার হিসেবে খ্যাত মুজিবনগর একটু উপজেলা। মেহেরপুরমুজিবনগর সড়কের ঠিক মাঝামাঝি একটিগ্রাম দারিয়াপুর। অত্র গ্রামের ঐসড়কের পূর্বে ভৈরব নদী আরপশ্চিমে অবস্থিত নানান ইতিহাস ও ইতিহাসের উজ্জ্বলপ্রতীক দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়। ১৯৩৮ সালের গ্রামেরকিছু ধনী, সমাজসেবী ওবিদ্যা অনুরাগী ব্যক্তির আন্তরিক প্রচেষ্টা ও দানে বিদ্যালয়টিপ্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালেবিদ্যালয়টি স্বীকৃতি লাভ করে এবং২০০০ সালে এসএসসি কারিগরিশিক্ষা চালু করা হয়।শিক্ষা, ক্রিড়া ও সাংস্কৃতিতে বিভিন্নসময় জেলা ও উপজেলায়শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করে।