বাংলাদেশেরসর্বকনিষ্ঠ এবং দরবেশ মেহেরুল্লাএর নামাঙ্কিত জেলা ঐতিহাসিক মেহেরপুরস্বাধীনতার সূতিকাগার হিসেবে খ্যাত মুজিবনগর একটু উপজেলা। মেহেরপুরমুজিবনগর সড়কের ঠিক মাঝামাঝি একটিগ্রাম দারিয়াপুর। অত্র গ্রামের ঐসড়কের পূর্বে ভৈরব নদী আরপশ্চিমে অবস্থিত নানান ইতিহাস ও ইতিহাসের উজ্জ্বলপ্রতীক দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়। ১৯৩৮ সালের গ্রামেরকিছু ধনী, সমাজসেবী ওবিদ্যা অনুরাগী ব্যক্তির আন্তরিক প্রচেষ্টা ও দানে বিদ্যালয়টিপ্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালেবিদ্যালয়টি স্বীকৃতি লাভ করে এবং২০০০ সালে এসএসসি কারিগরিশিক্ষা চালু করা হয়।শিক্ষা, ক্রিড়া ও সাংস্কৃতিতে বিভিন্নসময় জেলা ও উপজেলায়শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করে।